সারা বাংলা

রংপুর মেডিক্যালে পরিচ্ছন্নতা অভিযান চালালো শিক্ষার্থীরা

রংপুর মেডিক্যাল কলেজ চত্বরে পড়ে থাকা বিভিন্ন ধরনের আবর্জনা পরিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শনিবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে ছয়টি ভাগে বিভক্ত হয়ে এ কাজে অংশ নেন তারা। তাদের সহায়তা করেছে রংপুর সিটি করপোরেশন।‌ 

পরিচ্ছন্নতা কর্যক্রম উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের দায়িত্বে থাকা বিভাগীয় কমিশনার জাকির হোসেন। তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন ও গুণগত সংস্কারের জন্য প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা জরুরি। শিক্ষার্থীদের রাষ্ট্র সংস্কারের উদ্যোগে সবার সহায়তা প্রয়োজন।’ 

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশিক মিয়া বলেন, ‘গণঅভ্যুত্থানের পর সারা দেশে রাষ্ট্র সংস্কারে বিভিন্ন পর্যায়ের কাজ চলছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর ময়লা-আবর্জনায় ভরপুর ছিল। আজ আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সমন্বয়ে মেডিক্যাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেছি। আমরা আশা করবো, কর্তৃপক্ষ এই পরিচ্ছন্ন পরিবেশ ধরে রাখবে।’

রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সারোয়ার জাহান বলেন, ‘ছাত্ররা রাষ্ট্রের নানা অসঙ্গতি তুলে ধরছেন। তারা সেগুলো সংস্কারে ভূমিকা পালন করছেন। আজ রংপুর মেডিক্যাল কলেজে পরিষ্কার পরিচ্ছন্নের যে উদ্যোগ তারা গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসনীয়। এর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’ 

আবর্জনা পরিষ্কার কার্যক্রমে রংপুর মেডিক্যাল কলেজ, এই হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক, রোকেয়া বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ২০০ শিক্ষার্থী অংশ নেন।