সারা বাংলা

চট্টগ্রামে কাঁচা মরিচের কেজি ৮০০ টাকা

চট্টগ্রামে কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০০ থেকে ৮০০ টাকা দরে। অবিশ্বাস্য দাম জানান দিচ্ছে বাজারে নিত্যপ্রয়োজনীয় এই সবজিটি কতো বেশি মূল্যবান।  অল্প বিরতিতেই মরিচের কেজি ১০০/২০০ টাকা বেড়ে যাচ্ছে। দাম শুনে ক্রেতাদের বেঁহুশ হবার অবস্থা হলেও বিক্রেতারা নির্বিকার। খুচরা বিক্রেতারা প্রতি কেজি কাঁচা মরিচে ১০০ টাকা পর্যন্ত মুনাফা করছেন। 

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের অক্সিজেন কাঁচা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হতে দেখা গেছে ৭০০ টাকা দরে। একই জাতের কাঁচা মরিচ কর্ণফুলী মার্কেটে বিক্রি হচ্ছে ৮০০ টাকা দরে। তবে, নগরীর আমান বাজারে ৬০০ টাকাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হতেও দেখা গেছে। 

মরিচের খুচরা বিক্রেতা হানিফ বলেন, ‌‘পাইকারি বাজার ও আড়তে কাঁচা মরিচের কোনো সরবরাহ নেই। আমরা অনেক কষ্টে সামান্য কাঁচা মরিচ সংগ্রহ করেছি। এই মরিচ আমরা ৬০০ টাকা কেজি দরে কিনে এনেছি। ফলে আমরা বিক্রি করছি ৭০০ টাকা কেজি দরে।’ 

কর্ণফুলী মার্কেটের সবজি কিনতে আসা হাসিবুর রহমান বলেন, ‘আমরা অসহায় হয়ে গেলাম। কাঁচা মরিচের দাম শুনে রীতিমতো বেঁহুশ হবার দশা আমার। এখানে প্রতি কেজি কাঁচা মরিচ ৮০০ টাকা দামে বিক্রি হচ্ছে । কাঁচা মরিচ যেনো কাঁচা সোনা। বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই কারো। বিক্রেতারা যা খুশি তা-ই করছে।’ 

নগরীর রিয়াজউদ্দিন বাজারের কাঁচা মরিচের আড়তদার আবুল বশর বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্যার কারণে বন্ধ থাকায় কাঁচা মরিচ আসছে না। এছাড়া, বন্যায় মরিচের খেত পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। যে কারণে মরিচের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে।’