সারা বাংলা

শিবগঞ্জ থানার ওসি ক্লোজড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেনকে প্রশাসনিক কারণে জেলা পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। 

রোববার (২৫ আগস্ট) জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসানের স্বাক্ষরিত একপত্রে তাকে ক্লোজড করা হয়। 

পত্রে উল্লেখ করা হয়েছে, পুলিশ অধিদপ্তরের বিধিঅনুযায়ী জনস্বার্থে ওসি সাজ্জাদ হোসেনকে প্রশাসনিক কারণে জেলা পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ‌‘প্রশাসনিক কারণে জেলা পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে ওসি সাজ্জাদ হোসেনকে।’