সারা বাংলা

পিরোজপুরে বিএনপির দুই কার্যালয় ভাঙচুরে ২৬১ জনের বিরুদ্ধে মামলা

পিরোজপুরে বিএনপির দুইটি দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬১ জনের নামে থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

জেলা শাখার বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলায় ২২৭  জন এবং জেলার ভান্ডারিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় পৌর মেয়র সহ ৩৪ জনকে আসামি করা হয়েছে। 

শনিবার (২৪ আগস্ট) জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর আগে গত ২০১৪ সালে ভান্ডারিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে গত ২৩ আগস্ট আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আওয়ামী লীগ গত সাড়ে ১৫ বছরের শাসন আমলে অগনিত বার বিনা কারণে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। কিন্তু বিএনপির শাসন আমলে আমরা সব সময় সহঅবস্থানে ছিলাম। জেলাব্যাপী বিএনপির নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের এমন অত্যাচারের তদন্তপূর্বক বিচার দাবী করছি।  

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলার ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান গাজী, সদর উপজেলা চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক, সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলসহ ৭৭ জনকে নামীয় এবং ১৫০ জনকে অজ্ঞাত করে মোট ২২৭ জনকে আসামি করা হয়েছে।

দায়ের হওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্য গত ৪ আগস্ট সকাল ১০টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েক নেতাকে মারধর করা হয়। এ সংবাদ ছাত্র জনতার মধ্যে ছড়িয়ে পড়লে শহরে চরম উত্তেজনা সৃষ্টি হয়।  পরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের লোকজন জড়ো হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে শহরের বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। এ সময় ওই অফিসে থাকা দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল এর ছবি ভাঙচুর করে। এ ছাড়া ওই অফিসে থাকা বিভিন্ন অসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে।

এ ব্যাপারে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম  জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে জেলার ভান্ডারিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজর রশিদ খসরু, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদারসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) পৌর বিএনপি যুগ্ম আহবায়ক মো. মিরাজুল ইসলাম বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় মামলাটি করেন।

জানা গেছে অন্তত দশ বছর আগে ২০১৪ সালের দিকে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিএনপি অফিস ভাঙচুর হয়েছিল। আর সেই অভিযোগে মামলা হয়েছে। 

মামলার বাদী ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক  মিরাজুল ইসলাম বলেন, তৎকালীন ওসি মামলা নেয়নি, তাই এতদিন পর মামলা করা হয়েছে।