চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় এই নদীর পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২ দশমিক ০২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ওয়েব পোর্টাল থেকে এতথ্য জানা গেছে।
এদিকে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে এমন প্রশ্নে চাঁপাইনবাবগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ময়েজ উদ্দিন বলেন, যতোটুকু জানি ফারাক্কা বাঁধের ২৫ থেকে ৩০টি গেট খোলা রয়েছে। প্রায় সারা বছরই এইগুলো খোলা থাকে।
আরো পড়ুন : রাজশাহীতে পদ্মায় পানি বাড়ছে
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ওয়েব পোর্টালের তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর পানি বিপৎসীমার ২ দশমিক ০২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীর বিপৎসীমা ২২ দশমিক ০৫ মিটার। এখন পানি প্রবাহিত হচ্ছে ২০ দশমিক ৪৮ মিটারে। এছাড়া জেলার মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি প্রবাহিত হচ্ছে বিদৎসীমার নিচ দিয়ে। বর্তমানে মহানন্দায় ১৮ দশমিক ৪৭ মিটার ও পুনর্ভবায় ১৮ দশমিক ৪৯ মিটারে পানি প্রবাহিত হচ্ছে। মহানন্দায় ২০ দশমিক ৫৫ মিটার ও পুনর্ভবা নদীতে ২১ দশমিক ৫৫ মিটার বিপৎসীমা ধরা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ময়েজ উদ্দিন বলেন, পদ্মা নদীতে পানি বাড়ছে। মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি এখনো বৃদ্ধি পায়নি।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, যতোটুকু জানি ফারাক্কা বাঁধের ২৫ থেকে ৩০টি গেট খোলা রয়েছে। প্রায় সারা বছরই এই গেটগুলো খোলা থাকে। এছাড়া, ফারাক্কা বাঁধের ২১ কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যন্তরে একটি জলকপাট আছে। সেখানে গত ২৪ ঘন্টায় ২ মিটার পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।