ফরিদপুরে চরভদ্রাসন উপজেলায় আউয়াল মৃধা (৩০) নামের যুবককে কুপিয়ে হত্যার দায়ে এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবকের নাম শিমুল আহমেদ (৩৫)। তিনি পলাতক রয়েছেন।
সাজাপ্রাপ্ত শিমুল চরভদ্রাসন উপজেলার ছমির বেপারীর ডাঙ্গী এলাকার মো. আক্কাচের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ নভেম্বর চরভদ্রাসনের অমরাপুর এলাকার পরশ আলী মৃধার ছেলে আউয়ালকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার এক দিন পর আউয়ালের বাবা চরভদ্রাসন থানায় হত্যা মামলা করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালের ১৪ জুন শিমুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
সরকারি কৌঁসুলি (পিপি) ছানোয়ার হোসেন রায়ের সত্যতা নিশ্চিত করেন।