নড়াইলের কালিয়া উপজেলার মাথাভাঙা বাজারে মোল্যা স্টোরে গভীর রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় নগদ টাকাসহ দোকানের সব মালামাল পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী জানান।
দোকান মালিক মুজাহিদুল ইসলাম বলেন, ‘বুধবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে আসি। রাত অনুমানিক সোয়া ২টার দিকে পার্শ্ববর্তী চায়ের দোকানদার আকাশ মোল্যা আগুন দেখে তাদের বাড়িতে খবর দেন। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভাতে এগিয়ে আসে।’
মাথাভাঙা বাজারের সেক্রেটারি আবুল কালাম আজাদ বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ আনে। এ দোকানে সব ধরনের মালামাল পাওয়া যেত। সবই পুড়ে ছাই হয়ে গেছে।
কালিয়া ফায়ার স্টেশনের ইন্সপেক্টর হুমায়ুন কবির বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে সঠিক তদন্ত হলে আসল কারণ জানা যাবে।