সারা বাংলা

শরীয়তপুরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ

শরীয়তপুরের ডামুড্যাতে তথ্য সংগ্রহকালে ‘দৈনিক কালবেলা’ পত্রিকার প্রতিনিধি মিরাজ শিকদারকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মিরাজ শিকদারের অভিযোগ, দারুল আমান ইউনিয়নের ইউপি সদস্য সবুজ করাতীর স্বজনরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার দারুণ আমান ইউনিয়নের উত্তর ডামুড্যা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক। 

থানায় লিখিত অভিযোগ, স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উত্তর ডামুড্যা আলী আহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী টিফিনের সময় বাহিরে বের হন। এ সময় দারুল আমান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সবুজ শিক্ষার্থীদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করে। ওই শিক্ষার্থীরা বিষয়টি বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের জানায়। পরে স্থানীয় লোকজন ইউপি সদস্য সবুজ করাতীকে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে। এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে যায় দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মিরাজ শিকদার। পরে তিনি ভিডিও ও তথ্য সংগ্রহ করা শুরু করলে সবুজ করাতীর ভাই নান্নু করাতী, মিলন করাতী ও স্ত্রী নুরুন নাহার বেগম তার মুঠোফোন কেড়ে নেয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করলে পালিয়ে যায় অভিযুক্তরা। বিষয়টি নিয়ে রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক। 

ভুক্তভোগী মিরাজ শিকদার বলেন, শিক্ষার্থীদের যৌন হেনস্তাকালে এক ইউপি সদস্যকে স্থানীয়রা আটকে রেখেছে এমন সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। পরে ভিডিও করার সময় হঠাৎ করেই ওই ইউপি সদস্যের দুই ভাই ও স্ত্রী এসে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তারা আমার মোবাইল কেড়ে নেয়ার চেষ্টা করে। 

এ বিষয়ে ইউপি সদস্য সবুজ করাতী বলেন, আমি গাছের ব্যবসা করি। সেখানে গাছ কাটা নিয়ে স্থানীয় কিছু বিএনপির লোকজনের সাথে কথা-কাটাকাটি হয়। তারা আমাকে জোর করে আটকে রাখে। 

জানতে চাইলে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, লাঞ্ছিতের অভিযোগ এনে ভুক্তভোগী ওই সাংবাদিক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।