নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের ধারলো অস্ত্রের আঘাতে আহত বিএনপি নেতা আব্দুল মতিন তোতা (৬৫) মারা গেছেন। শুক্রবার (৩০) আগস্ট বিকেলে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে তার মৃত্যু হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ছেলে ইব্রাহীম তোতা।
গত মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে উপজেলার চরএলাহী বাজারে আব্দুল মতিন তোতার ওপর মামলা হয়।
নিহত আব্দুল মতিন তোতা উপজেলা চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।
ইব্রাহীম তোতা অভিযোগ করে বলেন, ‘গত মঙ্গলবার রাতে আমার বাবা চরএলাহী বাজারে তার অফিসে বসেছিলেন। সে সময় চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন ও বর্তমান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মেম্বার, চরএলাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের নের্তৃত্বে আমার বাবার ওপর হামলা হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমার বাবার গুরুতর জখম করেন।’
নিহতের মেয়ের জামাই মো. মিজানুর রহমান জানান, হামলাকরীরা চলে যাওয়ার পর প্রথমে আব্দুল মতিন তোতাকে স্থানীয় হাসপাতলে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।