নীলফামারীর সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলমকে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) নীলফামারী জেলা পুলিশ সুপার মো. মোকবুল হোসেন স্বাক্ষরিত এক পত্রে তাকে ক্লোজড করা হয়।
ওই পত্রে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পত্রের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
নীলফামারী জেলা পুলিশ সুপার মো. মোকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।