সারা বাংলা

মাদারীপুরে কুমার নদ থেকে ভাসমান মরদেহ উদ্ধার

মাদারীপুরে কুমার নদ থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) রাতে রাজৈর উপজেলার কালিবাড়ী বাজারের পাশের নদ থেকে লাশটি উদ্ধার হয়।

কালিবাড়ী বাজারের পাশে বিকেলে নদে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে কবিরাজপুর নৌফাঁড়ি পুলিশে খবর দেয় হয়। নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবককের মরদেহ দেখতে পেয়ে রাজৈর থানা পুলিশকে খবর দেয়। পরে যৌথ উদ্যোগে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

মাদারীপুরের রাজৈর থানার পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ জানান, যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে।