সারা বাংলা

চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে বিএনপি নেতা নিহত  

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক বিএনপি নেতা নিহত হয়েছে। নিহত মো. রফিক উপজেলার সাহেরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

শনিবার (৩১ আগস্ট) মধ্যরাতে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে এসকিউ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির নির্মাণাধীন কারখানার সামনে তাকে গণপিটুনি দেওয়া হয়। ডাকাত সন্দেহে স্থানীয় লোকজন রফিক ও তার সহযোগীদের আটক করে গণপিটুনি দেয়। এ ঘটনায় আরও সাত জন আহত হয়েছে।

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের শিল্পপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শওকত হোসেন জানান, শনিবার রাতে দেশি অস্ত্র নিয়ে কিছু লোক কারখানায় প্রবেশের চেষ্টা করে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ। এতে কারখানার নিরাপত্তাকর্মী ও আশপাশের লোকজন মিলে ধাওয়া করে ধরে তাদের আটকে রাখে। পরে গণপিটুনিতে আহত ব্যক্তিদের একজন মো. রফিক হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তাদের কাছ থেকে উদ্ধার করা দেশি অস্ত্র ও পুড়িয়ে ফেলা তিনটি সিএনজিচালিত অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।