যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘ছাত্র-জনতা রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে। এই স্বাধীন দেশে আর বাকশালীদের ঠাঁই নেই। এই পরিস্থিতিতে অনেকেই বিএনপি ও সহযোগী সংগঠনে অনুপ্রবেশ করতে চাইবে। এই অনুপ্রবেশকারীদের কোনোভাবেই দলে ঠাঁই দেওয়া হবে না।’
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজশাহীতে ‘বৈষম্যহীন, নিরাপত্তা, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক’ রাজশাহী বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নয়ন বলেন, ‘বিএনপি বা কোনো দলই এখন ক্ষমতায় নেই। রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সুযোগে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ভাবমুর্তি ক্ষুণ্ন করতে আওয়ামী দোসররা অনুপ্রবেশ করে জনগণের জানমালের ক্ষতি করবে। ইতোমধ্যে তারা এগুলো করতে শুরু করেছে। ঢাকায় যুবদল, ছাত্রদল ও বিএনপির নাম করে বিভিন্ন বাড়িতে হামলা, জবরদখল ও চাঁদাবাজি শুরু করেছে। খবর পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে গেলে দেখা যাচ্ছে, হয় যুবলীগ, না হয় আওয়ামী লীগের অন্য অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা এসব করছে। এদের প্রতিহত করতে হবে। এদের কোনোভাবেই দলে ঠাঁই দেওয়া যাবে না।’
তিনি বলেন, ‘আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ গঠন করতে হবে। এ লক্ষ্য নিয়ে জনগণের পাশে থাকতে হবে। জনগণের সমস্যাগুলো দেখতে হবে। কেউ যেন জনগণকে হয়রানি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।’
যুবদলের রাজশাহী বিভাগের সাবেক সহ-সভাপতি ও রাজশাহী মহানগরের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল কাদের বকুল, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকোসহ বিভাগের আট জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবেরা।
নগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি সভা পরিচালনা করেন।