সারা বাংলা

সাদাপাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথরে ধলাই নদীর পানিতে ডুবে রাগিব ইয়াসার (১৯) নামে পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

রাগিব ইয়াসার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার এহসানুল হকের ছেলে। তিনি ঢাকার সাভারে বসবাস করতেন।

রাগিবের সঙ্গে থাকা বন্ধুরা জানান, সাভার থেকে কয়েকজন বন্ধু মিলে সিলেটে বেড়াতে আসেন। বিকেল ৪টায় সাদাপাথর আসেন। সেখানে সবাই মিলে পানিতে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এরমধ্যে রাগিব একা পানিতে নেমে যান। সবাই পানিতে নামার আগে হঠাৎ দেখতে পান রাগিব স্রোতে তলিয়ে যাচ্ছেন। তখন সবাই ঝাঁপিয়ে পড়ে খোঁজাখুজি করতে থাকেন। পরে স্থানীয় ব্যবসায়ী ও নৌকার মাঝিরা মিলে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার খায়রুল আলমসহ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়েছে। লাশ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।