কুষ্টিয়া কারাগার থেকে পালানো আসামি সামিরুল মন্ডলকে (৩৫) গ্রেপ্তার করেছে করেছে র্যাব। তিনি জেলার খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।
তিনি বলেন, গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগারের তালা ভেঙে ১০৪ জন কারাবন্দী পালিয়ে যায়। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়। পরে পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই সূত্র ধরে মঙ্গলবার রাতে ঝিনাইদহ থেকে সামিরুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোট ২৫টি মামলা চলমান আছে।