সারা বাংলা

নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া ২ অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় থানা থেকে লুট হওয়া পুলিশের ব্যবহৃত দুটি শর্টগান উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে আড়াইহাজার পৌরসভার গাজীপুরা এলাকায় ইটভাটা থেকে পুলিশ অস্ত্র দুটি উদ্ধার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, গত ৫ আগস্ট দুর্বৃত্তরা থানার অস্ত্রসহ সব জিনিসপত্র লুট করে আগুন লাগিয়ে থানা ধ্বংসস্তূপে পরিণত করে। এ ঘটনায় আড়াইহাজার থানার এসআই মো. রিপন আহম্মেদ বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫-৩০ হাজার মানুষকে আসামি করে মামলা করেন। ইতোমধ্যে অস্থায়ীভাবে থানার কার্যক্রম উপজেলার গণগ্রন্থাগারে পরিচালিত হচ্ছে। 

ওসি আরও বলেন, গত মধ্যরাত থেকে লুটকৃত অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযানের খবর সর্বত্র ছড়িয়ে পড়লে দুটি শর্টগান পরিত্যক্ত ইটভাটায় ফেলে রেখে যায়। পুলিশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অস্ত্র দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

অন্যান্য অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।