চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে ২০ ফুট লম্বা একটি কনটেইনার ভর্তি বিদেশী মদের বড় চালান আটক হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর কাস্টমস-এর এআইআর টিম এই চালান আটক করে।
কাস্টম হাউসের এআইআর টিমের একাধিক কর্মকর্তা বড় মদের চালান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের এনসিটি ইয়ার্ডে অভিযান পরিচালনা করা হয়। রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে কাস্টমস হাউস, চট্টগ্রামের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স (এআইআর) টিম ২০ ফুট দীর্ঘ একটি কনটেইনার আটক করে তল্লাসি করা হলে সেখানে বিপুল পরিমাণ বিদেশ মদ পাওয়া যায়। কনটেইনারে কি পরিমাণ এবং কোন কোন ব্র্যান্ডের মদ আছে তা গণনা চলছে।
এ ঘটনায় পরে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে কাস্টমস কর্মকর্তারা জানান।