সারা বাংলা

রাজবাড়ীতে বৃদ্ধা হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

রাজবাড়ীর পাংশায় স্বর্ণালংকার ছিনিয়ে নিতে বৃদ্ধা আশালতা দাস হত্যা মামলায় বিশ্বজিৎ কুমার বিশ্বাস (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

দণ্ডিত বিশ্বজিৎ কুমার বিশ্বাস জেলার পাংশা উপজেলার সরিষা গ্রামের সুজিৎ বিশ্বাসের ছেলে। 

মামলার নথি থেকে জানা গেছে, চল‌তি বছ‌রের ১২ ফেব্রুয়া‌রি রা‌তে স্বর্ণালংকার ছিনিয়ে নিতে বাড়িতে ঢুকে বৃদ্ধা আশালতা দাসকে শ্বাসরোধ ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা ক‌রে বিশ্ব‌জিৎ কুমার বিশ্বাস। এর পরেরদিন ১৩ ফেব্রুয়ারি সকা‌লে বাড়ির কাজের লোক ঘরের বারান্দায় আশালতা দাসের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ওইদিন নিহ‌তের জামাতা স্বপন কুমার বিশ্বাস অজ্ঞাত আসা‌মি ক‌রে পাংশা থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রে। প‌রে পু‌লিশ স‌ন্দেহভাজন বিশ্ব‌জিৎ কুমার বিশ্বাসকে গ্রেপ্তার কর‌লে হত‌্যাকা‌ণ্ডের বিষ‌য়ে জড়িত থাকার কথা স্বীকার ক‌রে জবানব‌ন্দি দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী উজির আলী ব‌লেন, মূলত আসামি স্বর্ণালংকার ছিনতাইয়ের জন্যই এ হত্যাকাণ্ড ঘটান। এ রায়ের মধ্য দিয়ে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি।