সারা বাংলা

কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক গ্রেপ্তার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার বিরুদ্ধে কেন্দুয়ায় এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৪ লাখ টাকার মালামাল লুটের অভিযোগে মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে তাকে নেত্রকোনা বিচারিক আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দ। এর আগে, গতকাল তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

মামলার বরাত দিয়ে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের (সিপিসি-২) কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, গত ২৮ জুলাই কেন্দুয়া পৌর শহরের ‘তানজিম শপিং পয়েন্ট অ্যান্ড গিফট কর্নার’ নামের একটি দোকানে হামলা চালায় আসাদুল হক ভূঁইয়ার নেতৃত্বে একদল লোক। সেদিন দোকানে ভাঙচুর করার পাশাপাশি ৩৪ লাখ টাকার মালামাল নিয়ে যায় তারা। এ ঘটনায় দোকান মালিক মোবারক হোসেন বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা করেন।