শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্যের জেরে এক যুবদল নেতার তৈরি করা তোরণ পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রেজাউল হাওলাদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঘড়িষার ইউনিয়নের পাগলার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সাগরের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রেজাউল হাওলাদারের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
যুবদল নেতা মতিউর রহমান সাগর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ সহকারী মিয়া নুরউদ্দিন অপুর সমর্থক। অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউল হাওলাদার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জামাল শরীফ হিরুর সমর্থক বলে জানা যায়।
সম্প্রতি মতিউর রহমান পাগলার মোড় এলাকায় মিয়া নুরউদ্দিন অপু ও জামাল শরীফ হিরুর ছবি সম্বলিত একটি ব্যানার নির্মাণ করেন। বিষয়টি মেনে নিতে পারেনি রেজাউল হাওলাদার। বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউল হাওলাদারের নেতৃত্বে ব্যানার নামিয়ে তোরণে আগুন ধরিয়ে দেয় তার সমর্থকরা।
নড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সাগর অভিযোগ করে বলেন, মিয়া নুরউদ্দিন অপু ভাইয়ের ছবি দিয়ে ব্যানার নির্মাণ করায় ক্ষিপ্ত হয়েছেন রেজাউল হাওলাদার। তার নির্দেশে বেশ কয়েকজন সন্ত্রাসী ব্যানার খুলে তোরণে আগুন ধরিয়ে দেয়।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রেজাউল হাওলাদার বলেন, মতিউর রহমানের কর্মকাণ্ডে স্থানীয় লোকজন ক্ষিপ্ত। এছাড়া তিনি হিরু ভাইয়ের সমর্থক না হলেও তার ছবি ব্যানারে দিয়েছেন। স্থানীয় লোকজন তাই ব্যানার নামিয়ে ফেলেছেন। তবে তোরণে কেউ আগুন দেয়নি।
নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।