সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শজনে ডাঁটা আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে অসময়ের চাহিদা থাকায় এ সবজি আমদানি করছেন আমদানিকারকরা।
গতকাল বৃহম্পতিবার (৫ সেপ্টেম্বর) ভারতীয় একটি ট্রাকে ১০ মেট্রিক টন শজনে ডাঁটা আমদানি করেন বন্দরের নাশাদ এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। ভারতের নাসিক থেকে শজনে ডাঁটা আমদানি করা হয়েছে বলে আমদানিকারক সূত্রে জানা গেছে।
হিলি স্থলবন্দর আমদানিকারক নূর-ইসলাম বলেন, ‘দেশের বাজারে শজনে ডাঁটার চাহিদা রয়েছে। সে কারণে ভারত থেকে আমরা শজনে ডাঁটা আমদানি শুরু করেছি। গতকাল একটি ট্রাকে ১০ মেট্রিক টন শজনে ডাঁটা আমদানি করা হয়েছে। এসব ডাঁটা স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে।’
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগোনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘ভারত থেকে শজনে ডাঁটা আমদানির জন্য এলসি করা হয়েছে।’