হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মন মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে সংঘর্ষটি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মোস্তফাপুর গ্রামের তকমত উল্লাহর ছেলে সাবেক ইউপি সদস্য সাফু আলমের সঙ্গে মৃত কদর উল্লাহর ছেলে মন মিয়ার বিরোধ চলছে। এরই জেরে আজ বিকেলে সাফু আলম ও মন মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে মন মিয়া নিহত হন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।