গাজীপুরের শ্রীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে ঢাকা ও ময়মনসিংহগামী সব ধরনের কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। একপর্যায়ে একটি ট্রেন দুই ঘণ্টা আটকে রাখা হয়।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনটিকে আটকে দেয় মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় জনতা।
স্থানীয়রা জানান, রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। এখানে কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবি তাদের দীর্ঘদিনের। রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ মন্ত্রণালয়ে বারবার দাবি জানিয়েও কাজ হয়নি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয়দের দাবিকে উপেক্ষা করেই চলেছে। তাই আজকের এই মানববন্ধন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে গুরুত্ব দিবেন বলেই প্রত্যাশা তাদের।
আন্দোলনকারীরা বলেন, রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনের যাত্রা বিরতির জন্য রাস্তায় নেমে এসেছে সব শ্রেণি-পেশার মানুষ। আমরা একটি ট্রেন দাঁড় করিয়ে এটা জানান দিচ্ছি যে আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিবেন। আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা ট্রেন আটকে রাখবো।
রাজেন্দ্রপুর স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টায় জামালপুর কমিউটার ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশনে আসে। এরপর অবরোধকারীরা ট্রেনটি আটকে দেয়। আমরা ট্রেনটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলেও অবরোধকারীরা শুনছে না। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে সঠিক কোনো আশ্বাস না পাবে, ততক্ষণ পর্যন্ত ট্রেন আটকে রাখবে।
শেষ পর্যন্ত রাজেন্দ্রপুর স্টেশন রেলওয়ে কর্তৃপক্ষ এ ব্যাপারে উর্ধ্বতনদের তাদের পক্ষ হয়ে জানানোর আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।