মুন্সীগঞ্জে আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক দল।
রোববার (৮ সেপ্টেম্বর) শহরের একটি রেস্তোরাঁয় দুপুরের আগে গত ৪ আগস্টের সহিংসতায় নিহত তিন জন এবং ঢাকায় নিহত ছয় জনসহ আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সমন্বয়করা
এর আগে, বিভাগীয় ও জেলা সফরের অংশ হিসেবে আজ সকালে কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি দল মুন্সীগঞ্জে আসেন।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জের সুপার মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার কাজী মতিনের ছেলে রিয়াজুল ফরাজি, আলী আকবরের ছেলে মোহাম্মদ সজল ও সিরাজ সরদারের ছেলে নূর মোহাম্মদ ডিপজল। আহত হন অর্ধশতাধিক মানুষ।
এদিকে, আজ বিকেলে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে সমন্বয়ক দলের।