সারা বাংলা

ভালুকায় ৮০ পোশাক শ্রমিক অসুস্থতার নেপথ্যে

ময়মনসিংহের ভালুকায় কাজে যোগ দিতে গিয়ে দুই দিনে অন্তত ৮০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এল এসকোয়্যার লিমিটেড পোশাক কারখানায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় জেলা প্রশাসনের নির্দেশে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি তদন্ত করে প্রতিবেদন রোববার (৮ সেপ্টেম্বর) জমা দিয়েছে।

কারখানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পরেই শ্রমিকদের কারও মাথা ঘুরাচ্ছিল, কারও বমি বমি লাগছিল, কারও শ্বাসকষ্ট হচ্ছিল, অনেকের পূর্ণ চেতনা ছিল না। এমন পরিস্থিতি সৃষ্টি হলে প্রায় ৭০ জন অসুস্থ শ্রমিককে স্থানীয় হাসপাতালগুলোয় চিকিৎসা দেওয়া হয়। 

সেদিন কারখানা ছুটি ঘোষণা করা হয়। পরে শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে ভেতরে গেলে ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের কয়েকজনকে কারখানার মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল হোসেন বলেন, ‘শ্রমিকদের অসুস্থ হওয়ার লক্ষণ দেখে ধারণা করা হয়েছে, তারা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছেন।’

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান ইউএনও আলীনূর খান বলেন, ‘বৃহস্পতিবার কারখানাটিতে শ্রমিক অসুস্থ হয়ে যাওয়ার পর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ছয় সদস্যের প্রতিনিধিদল কারখানায় পাঠায়। তারা প্রাথমিক তদন্তে কারখানার নানা ত্রুটি পেয়েছে।’ 

অধিদপ্তরের ময়মনসিংহের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহমাদ মাসুদ বলেন, ‘আমাদের প্রাথমিক তদন্তে কারখানার অবকাঠামোগত ত্রুটি ও বায়ু চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার বিষয়টি সামনে এসেছে। সেজন্য কারখানাটিতে চিঠি দিয়ে উপযুক্ত মানের ইন্ডাস্ট্রিয়াল এগজস্ট ফ্যান স্থাপনপূর্বক নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এ ছাড়া অসুস্থ শ্রমিকদের কোম্পানির খরচে চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে। কোম্পানিতে শনি ও রোববার কাউন্সেলিং ও পরে ৫০ শতাংশ শ্রমিক দিয়ে উৎপাদনকাজ শুরু করতে বলা হয়েছে।’