ঠাকুরগাঁওয়ে আগুনে ৯টি পরিবারের ২০টি ঘর পুড়ে গেছে। রোববার (৮ সেপ্টেম্বর) ভোরের দিকে জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাহদহ ইউনিয়নের খামার সেনুয়া গ্রামে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ক্ষতিগ্রস্তরা হলেন- খামার সেনুয়া গ্রামের ফারাজুল, ফারুক, রসুল বক্স, আইয়ুব আলি, শাহাদত আলী, শাহিদ আলী, নজরুল ইসলাম, আনিসুর ও মাসুদ রানা।
ক্ষতিগ্রস্ত ফারাজুল বলেন, ‘রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দেখতে পাই ঘরে আগুন জ্বলছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ধান, চাল, কাপড় ও টাকাসহ প্রয়োজনীয় সব জিনিস পুড়ে গেছে। কিছুই বাড়ি থেকে বের করতে পারিনি।’
ভোমরাহদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিটলার হক বলেন, ‘ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্তদের সাময়িক সহায়তা দেওয়া হয়েছে। কীভাবে আগুন লেগেছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিষয়টি তদন্ত করছে।