চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙার কারখানা মেসার্স এস এন কর্পোরেশন ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে- চট্টগ্রাম শিল্পাঞ্চল পুলিশের প্রতিনিধি, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম রফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোজাহিদুর রহমানসহ বিভিন্ন সংস্থার ৭ জনকে।
চট্টগ্রাম জেলা প্রশাসক রাকিব হাসান স্বাক্ষরিত এক আদেশে এ কমিটি গঠন করা হয়।
এর আগে, গত শনিবার এস এন কর্পোরেশন ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ১২ জন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর আহত ১০ জনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে রেফার্ড করা হয়। এর মধ্যে, একজন মারা গেছেন।