নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের নড়াইল প্রতিনিধি মো. আজিজুল ইসলামকে (৫০) মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে এক অজ্ঞাত ব্যক্তি।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে আজিজুল ইসলামের ব্যবহৃত অফিসিয়াল নাম্বারে ফোন করে এ হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সকালে ভুক্তভোগী সাংবাদিক মো. আজিজুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নম্বর হতে মো. আজিজুল ইসলামের অফিসিয়াল ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করে খুন-জখমসহ বিভিন্ন ধরণের ভয়-ভীতির হুমকি প্রদান করে। পরে তিনি নিরাপত্তার স্বার্থে নড়াইল সদর থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়রি (জিডি) করেন।
নড়াইল সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক এসআই আমীর বলেন, এ ব্যাপারে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।