হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় দুই নারীর কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, গতকাল রোববার উপজেলার শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার ও বর্তমান চেয়ারম্যান নলিউর রহমান তালুকদারের পক্ষের দুই নারীর মধ্যে ঝগড়া হয়। আজ দুপুরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাপসাতালে ভর্তি করা হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’