সারা বাংলা

অনূর্ধ্ব-২০ সাফ জয়ী ফুটবলার মিরাজুলকে সংবর্ধনা 

সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-২০ সাফ জয়ী দলের অন্যতম সদস্য মিরাজুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠি প্রেস ক্লাব। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রেস ক্লাব হলরুমে তাকে সংবর্ধনা দেওয়া হয়। মিরাজুল ইসলাম অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলে কৃতিত্ব গড়ায় জাতীয় দলে স্থান পেয়েছেন।

সংবর্ধনা প্রদানকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সহ-সভাপতি আল আমিন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, সাবেক সাধারণ সম্পাদক মানিক রায়, বিটিভির জেলা প্রতিনিধি জান্নাতিন নাঈম দীপ, সদস্য উজ্জ্বল রহমান, আরিফ সরদার উপস্থিত ছিলেন। 

সদ্য শেষ হওয়া সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে মিরাজুল চার গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। এ ছাড়া জোড়া গোল করে ফাইনালে ম্যাচসেরা হন এই তরুণ।

মিরাজুলের বাড়ি ঝালকাঠির সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ওস্তাখান গ্রামে। তিনি ঝালকাঠি শহরের থানা রোডে ছোট থেকে বেড়ে উঠেছেন।