শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আরিফুল ইসলাম শ্রাবন (৩২) মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে তিনি মারা যান। ফলে এ ঘটনায় এখন পর্যন্ত দুই জনের মৃত্যু হলো।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আরিফুল ইসলাম শ্রাবন গৌরিপুর মহল্লার মিন্টু মিয়ার ছেলে।
আরও পড়ুন: শেরপুরে দুইপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু
স্থানীয়রা জানান, গৌরীপুর মহল্লা এবং খোয়ারপার এলাকার শাপলা চত্বরে দুই দল কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে দুই মহল্লার বাসিন্দারা গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ান। এসময় ট্রলি চালক মিজান মিজানুর রহমান মিজান ও শ্রাবনসহ অন্তত ৩০ জন গুরুতর আহত হন। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন।
এদিকে, শ্রাবনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শ্রাবনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে রওনা হন পরিবারের সদস্যরা। পথেই তিনি মারা যান।
ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গতকাল রাতে একজন এবং আজ সকালে আরও একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি শান্ত করতে আমাদের ফোর্স কাজ করছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।