সারা বাংলা

থ্রি হুইলার বন্ধের দাবিতে বরিশালে বাস চলাচল বন্ধ

মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে কর্মবিরতি পালন করছেন বরিশালের অভ্যন্তরীণ রুটের বাস শ্রমিকরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। ফলে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটে যাতায়াতকারীরা।

এদিকে, থ্রি হুইলার চালকরা বলছেন, যাত্রীতে ভরে না গেলে বাস স্ট্যান্ড ছেড়ে যায় না। যে কারণে যাত্রীরা সময় বাঁচাতে থ্রি হুইলারের মতো বাহনে চলাচল করেন। 

অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস সৈকত পরিবহনের চালক আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘মহাসড়কে থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ হওয়ার পরেও নিয়মিত চলাচল করছে। এর ফলে প্রায়ই সড়কে ঘটছে দুর্ঘটনা। আজ সকালে নথুল্লাবাদ এলাকায় বাস শ্রমিক রিপনের পায়ের ওপর থ্রি হুইলারের চাকা তুলে দেন চালক। আহত শ্রমিককে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কয়েকজন বাস শ্রমিক থ্রি হুইলারের চালকের সঙ্গে কথা বলতে যান। সে সময় দুই পক্ষের মধ্যে হাতাহতি হয়। এতে ক্ষুব্ধ হয়ে কর্মবিরতি পালন শুরু করেন অভ্যন্তরীণ রুটের বাস শ্রমিকরা।’ 

তিনি আরও বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে কর্মবিরতি পালন শুরু হয়েছে। থ্রি হুইলার সড়ক থেকে উঠে না যাওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।’ 

এদিকে, বাস শ্রমিকদের অভিযোগ মানতে নারাজ থ্রি হুইলার চালকরা। নথুল্লাবাদ এলাকার থ্রি হুইলার চালক খোকন বলেন, ‘যাত্রী পূর্ণ না হলে বাস স্ট্যান্ড ছেড়ে যায় না। তাই সময় বাঁচাতে যাত্রীরা থ্রি হুইলারের মতো বাহনে চলাচল করেন।’ 

জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেছেন, ‘বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।’