সারা বাংলা

বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা থেকে নিউ ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ বাবু প্রামানিক (৩৫) ও মুক্তার আলীর (৩২) মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জোকারচর এলাকা থেকে বাবু প্রামানিক ও মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌলি এলাকা থেকে মুক্তার আলীর (৩২) মরদেহ উদ্ধার হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাখাওয়াত হোসেন মরদেহ দুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত রোববার রাত ৮টার দিকে জোকারচর খেয়াঘাটে বাল্কহেডের ধাক্কায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন মারা যাওয়া দুই ব্যক্তি।

আরও পড়ুন: বাল্কহেডের ধাক্কায় নৌকার দুই যাত্রী নিখোঁজ

মারা যাওয়া মুক্তার আলী কালিহাতী উপজেলার দূর্গাপুর গ্রামের সামছুল হকের ছেলে। বাবু প্রামানিক টাঙ্গাইল সদর উপজেলা মালঞ্চ গ্রামের মৃত রহম প্রামানিকের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, গত রোববার জোকারচর এলাকায় নৌকায় কয়েকজন যাত্রী ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এসময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকার কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। সাঁতার কেটে অন্যরা নদীর পাড়ে উঠতে পারলেও বাবু প্রামানিক ও মুক্তার আলী নিখোঁজ ছিলেন। গতকাল সোমবার সকালে তাদের উদ্ধারে চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিকেল সাড়ে ৫টার দিকে বাবু প্রামানিক ও মঙ্গলবার সকাল ১১টার দিকে মুক্তার আলীর লাশ উদ্ধার হয়।

টাঙ্গাইলে নৌ-পুলিশের এসপি মোহাম্মদ সোহেল রানা গতকাল সোমবার ঘটনাস্থল থেকে জানান, বাল্কহেডটি পুলিশ হেফাজতে রয়েছে। বাল্কহেডের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।'