সারা বাংলা

কাপ্তাই হ্রদের পানিতে দুই শিশুর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শহরের টিটিসি এলাকায় হ্রদের পানিতে মারা যায় তারা। 

শিশু দুটি হলেন- রাঙামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টিটিসি এলাকার বাসিন্দা সুভাষ চাকমার ছেলে স্টেলেনা চাকমা (৪) এবং একই এলাকার বাসিন্দা রূপন জ্যোতি চাকমার ছেলে নোবেল চাকমা (৪)।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি এখন কানায় কানায় পূর্ণ।  রাঙামাটি শহরের অনেক এলাকায় হ্রদের পানি চলে এসেছে। আজ দুপুরের দিকে দুই শিশু খেলার ছলে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর শিশু দুটিকে পানি থেকে উদ্ধার করেন। পরে তারা শিশুদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্টেলেনা চাকমা ও নোবেল চাকমাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কালায়ন চাকমা বলেন, শহরের টিটিসি এলাকায় হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শওকত আকবর জানান, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।