চট্টগ্রামের কর্ণফুলীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রবাস ফেরত দুই ভাই মিলে বাবা নুরুল হক চৌধুরীকে (৬৫) কুপিয়ে হত্যা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর (৬ নম্বর ওয়ার্ড) ঘোয়াল বাপের এলাকায় হত্যাকাণ্ডটি হয়।
অভিযুক্ত দুই ভাই হলেন- নেজাম উদ্দিন (৩৩) ও মিজানুর রহমান (২৫)।
ওসি মেহেদী হাসান জানান, সম্পত্তি নিয়ে বিরোধে হত্যাকাণ্ডটি ঘটেছে। বাবাকে হত্যা করা দুই ভাই সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছেন। দেশে ফিরে জায়গা জমি ও সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে বিরোধে জড়ান তারা। পরে তারা তাদের বাবাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। পুলিশ ঘাতক ছেলেদের গ্রেপ্তারে চেষ্টা করছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।