চাঁদপুরের হাজীগঞ্জে পারিবারিক কলহের জেরে বাবা আকতার হোসেনকে (৫৫) কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলে সাকিবের (২৪) বিরুদ্ধে। বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌরসভার ৮নম্বর ওয়ার্ড টোরাগড় সরকার বাড়িতে এই ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, বুধবার রাতে আকতার হোসেন তার ছেলে সাকিবের স্ত্রীকে বকাঝকা করেন। এ ঘটনার পর ক্ষিপ্ত হয়ে সাকিব তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কুমিল্লায় রেফার্ড করেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, সাকিব প্রেম করে ফারহানা নামের এক মেয়েকে বিয়ে করেন। ছেলের এই বিয়েতে সম্মতি ছিল না আকতারের। এ নিয়ে প্রায়ই পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া হতো। এ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটতে পারে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।