টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ শেষে স্বস্তি ফেরায় সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে অধিকাংশ কারখানা খুলেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।
তবে এখনো বন্ধ রয়েছে ৪৯টি কারখানা। এর মধ্যে সাধারণ ছুটি ১৩টিতে, আর শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ৩৬টি কারখানা।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ জানায়, বন্ধ কারখানাগুলোর মধ্যে অধিকাংশ তৈরি পোশাক কারখানা। তবে এর বাইরেও কিছু সংখ্যাক কারখানা রয়েছে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম (এসপি) এসব তথ্য নিশ্চিত করে বলেন, আজ পরিস্থিতি স্বাভাবিক। কোথায় কোনো ব্যারিকেড নেই, বিক্ষোভ নেই। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, বন্ধ থাকা কারখানা ছাড়া সব কারখানায় স্বাভাবিকভাবে কাজ চলছে।