সারা বাংলা

কুয়াকাটার হোটেলে মিললো তরুণীর মরদেহ

পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল নিউ সী-বিচ ইন নামে একটি আবাসিক হোটেল থেকে আফরোজা আক্তার রিতু (১৯) নামে তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে হোটেলটির ৫০১ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। 

মারা যাওয়া রিতু যশোর সদর উপজেলার ধর্মতলা এলাকার আমির হোসেনের মেয়ে।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আফরোজা আক্তার রিতু ও (হোটেলের ডাইরি অনুযায়ী) তার স্বামী ইছা মীরসহ চার জন কুয়াকাটায় বেড়াতে আসেন। তারা কুয়াকাটা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের হোটেল নিউ সী-বিচ ইনের পঞ্চম তলার ৫০১ নম্বর কক্ষটি (সুইট রুম) ভাড়া নেন। গতকাল শুক্রবার রাত পর্যন্ত তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করছিলেন। 

হোটেল কর্তৃপক্ষ আজ বিকেল ৩টার দিকে চিৎকার শুনতে পেয়ে গিয়ে দেখতে পান কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ। এসময় বাকি তিনজন কক্ষের সামনে বসা ছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়ান পেঁচানো অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করে।

হোটেল নিউ সী-বিচ ইন-এর ম্যানেজার রুমান মৃধা বলেন, ‘গতকাল হোটেলের নিয়ম অনুযায়ী তাদের কাছে রুম ভাড়া দেওয়া হয়। তাদের কোনো আচরণ খারাপ দেখিনি। আজ হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি, রুমের দরজা বন্ধ এবং সামনে বাকি তিনজন বসে আছেন। পুলিশ এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করে।’ 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তরুণীর সঙ্গে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’