হেফাজতে ইসলাম বাংলাদেশের রংপুরের বিভাগীয় গণসমাবেশে এসে রাকিবুল ইসলাম (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সমাবেশস্থলের পাশে শহীদ মিনারের পার্শ্ববর্তী দেয়াল ভেঙে চাপা পড়ে ওই শিক্ষার্থী। দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার শিবটারী এলাকার জামতলা মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
হেফাজতের গণসমাবেশে এসে দেয়াল চাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের ইসলামের নেতা আতাউল হক।