সুনামগঞ্জের দিরাই উপজেলায় জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বদলপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বদলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া ও একই গ্রামের ফারুক মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে গ্রামের পাশে একটি জলমহাল দখল নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই ও সুনামগঞ্জ হাসপাতালে পাঠায়।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।