সারা বাংলা

কক্সবাজার সৈকতে নারীকে হেনস্তা: গ্রেপ্তার ফারুকুল এক দিনের রিমান্ডে

কক্সবাজার সৈকতে নারীকে হেনস্তা: গ্রেপ্তার ফারুকুল এক দিনের রিমান্ডে

কক্সবাজার সমুদ্রসৈকতে নারীকে হেনস্তা ও মারধরের অভিযোগে গ্রেপ্তার ফারুকুল ইসলামের (২২) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ।

শুনানি শেষে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শ্রী জ্ঞান তঞ্চঙ্গ্যা একদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফারুকুলকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ফারুকুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বড় হাতিয়ার আব্দুল মাজেদের ছেলে। কক্সবাজার সমুদ্রসৈকতে নারীকে হেনস্তা ও মারধরের অভিযোগে প্রথমে তাকে আটক করে পুলিশ। পরে মামলা হলে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।