কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে চাপাইগাছি বিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো— ওই গ্রামের গোলাম মণ্ডলের মেয়ে অনামিকা (১৫) ও নাইক মণ্ডলের মেয়ে নাজমীম (১১)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে ঝাউদিয়া ইউনিয়নের চাপাইগাছি বিলের অংশ মাছপাড়ায় বেড়াতে যায় তিনজন। বিলে নৌকা ভ্রমণের সময় অসতর্কতাবশত পানিতে পড়ে যায় অনামিকা ও নাজনীম। বিলে পানি বেশি থাকায় এবং সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় তারা।
পরে স্থানীয়রা দ্রুত কুষ্টিয়া ফায়ার সার্ভিস কর্মীদেরকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে এবং উদ্ধার কাজ পরিচালনা করেন। দুই ঘণ্টা খোঁজ করার পর অনামিকা ও নাজমীম নামে দুই কিশোরীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা খোরশেদ আলম দুই কিশোরীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সন্ধ্যায় দুই কিশোরী নিখোঁজের খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।