সারা বাংলা

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ির দীঘিনালায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পাহড়ি-বাঙালি সংঘর্ষ ও অগ্নিসংযোগের জেরে রাতভর জেলা সদরে সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। যা দুপুর ২ টা থেকে রাত ৯ পর্যন্ত বলবৎ থাকবে।

শুক্রবার (২০ সেপ্টম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান।

তিনি জানান, খাগড়াছড়ি সদর ও পৌরসভা এলাকায় শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এ আদেশ জারি থাকবে। এছাড়া, সব পক্ষকে শান্তিপূর্ণভাবে অবস্থানের অনুরোধ জানান তিনি।