সারা বাংলা

খাগড়াছড়িতে দুইপক্ষের সংঘর্ষ: নিহত ৩, আহত ১৫

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের জের ধরে বৃহস্পতিবার রাতে জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ।

নিহতরা হলেন-ধনঞ্জয় চাকমা (৫০), রুবেল ত্রিপুরা (২৫) ও জুনান চাকমা (২০)।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রিপল বাপ্পি চাকমা জানান, রাতে আহত অবস্থায় হাসপাতালে ১৬ জনকে আনা হয়। এর মধ্যে ৩ জন মারা যান। নিহত ব্যক্তিদের মৃত্যুর কারণ ময়নাতদন্ত শেষে বলা যাবে। বর্তমানে হাসপাতালে আরও ৯ জন চিকিৎসাধীন।

এছাড়া আগত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাতে গোলাগুলি হয়েছে। এ পর্যন্ত ৩ জনের লাশ পাওয়া গেছে। মরদেহ হাসপাতালে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে দীঘিনালা লারমা স্কয়ার এলাকায় পাহাড়ি-বাঙালি সংঘর্ষ বাধে। বুধবার মোহাম্মদ মামুন (৩০) নামের এক ব্যক্তিকে মোটরসাইকেল চুরির অভিযোগে মারধরের ঘটনার জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।