সারা বাংলা

শারদীয় দুর্গোৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকব: বরিশালের রেঞ্জ ডিআইজি

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, ‘সামনে শারদীয় দুর্গোৎসব। এজন্য বরিশাল রেঞ্জের ছয়টি জেলায় পুলিশ সার্বিক প্রস্তুতি নিতে শুরু করেছে। শিগগিরি ছয় জেলার এসপি ও পূজা উদযাপন পরিষদের নেতাদের নি‌য়ে বসবো। সেখা‌নে আলোচনা করা হ‌বে কী করলে ভা‌লো হ‌বে। শারদীয় দুর্গোৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে।’

 

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর কাশিপুরস্থ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডিআইজি মঞ্জুর মোর্শেদ বলেন, ‘আমাদের বরিশাল বিভাগে মোট পূজা মণ্ডপ ১ হাজার ৫৯৫টি। এর মধ্যে স্থায়ী ১ হাজার ৩৪২টি, অস্থায়ী ২৫৩টি। বিরোধপূর্ণ ছয়টি, অধিক ঝুঁকিপূর্ণ ৪৯২টি, গুরুত্বপূর্ণ ৬১২টি এবং সাধারণ ৪৯১টি মণ্ডপ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে বরিশালের কো‌নো থানায় হামলা বা লুটপাট হয়‌নি। যেহেতু, অস্ত্র খোয়া যাওয়ার কোনো বিষয় নেই তাই উদ্ধার অভিযানেরও প্রয়োজন নেই। কিছু লাইসেন্স করা অস্ত্র জমা পড়েনি। সেসব অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘কারো হয়রানি হওয়ার সুযোগ নেই। কাউকে টাকা পয়সা দেবেন না। আমাদের তথ্য সেল থাকবে এবং আমাকে সরাসরি জানাবেন। আমরা সজাগ আছি। থানায় সাধারণ ডায়েরি ও এফআইআর দেওয়ার ক্ষেত্রে কেউ কোনো সমস্যা সৃষ্টি করলে আমাকে জানাবেন। তার বিরুদ্ধে শতভাগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

 

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ফারুক উল হক, ব‌রিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জা‌কির হোসেন, ব‌রিশাল টেলিভিশন মি‌ডিয়া অ্যাসোসিয়েশনের সভাপ‌তি হুমায়ন ক‌বিরসহ বি‌ভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মি‌ডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।