সারা বাংলা

নড়াইলে ৯ মাসে গ্রাম আদালতে ৩৭৫ মামলা

নড়াইলে ৩৯টি ইউনিয়নে গ্রাম আদালতে চলতি বছরের আট মাসে মামলা হয়েছে ৩৭৫টি। একই সময়ে ক্ষতিপূরণ আদায় হয়েছে সাড়ে ২২ লাখ টাকা। 

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় অংশীজন নিয়ে কর্মশালায় এ তথ্য জানানো হয়। 

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- নড়াইল জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহান। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী জিনারুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন- সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, সাংবাদিক শামীমুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী রওশন আলী প্রমুখ। 

জানা যায়, এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নড়াইলের ৩৯টি ইউনিয়নে গ্রাম আদালতে ৩৭৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে দেওয়ানি ১২৫টি ও ফৌজদারি ২৫০টি। এসব মামলায় ২২ লাখ ২৩ হাজার ২০০ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।