সারা বাংলা

মেঘনার পাড়ে খেলছিল দুই ভাই–বোন, পানিতে ডুবে মৃত্যু

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে নীলকমলের ঈশানবালা মাছঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একসঙ্গে ২ সন্তান হারিয়ে পাগলপ্রায় বাবা-মা।

মারা যাওয়া দুই শিশু হলো মোহাম্মদ হোসেন (৮) ও তার বোন মরিয়ম আক্তার (৬)। তারা ওই এলাকার ঈশানবালা বাজারের ওষুধ ব্যবসায়ী মোহাম্মদ রতনের সন্তান।

এ ঘটনায় নিহতদের বাবা মোহাম্মদ রতন বলেন, খেলতে গিয়েই নদীর পানিতে পরে যায় মেয়ে মরিয়ম আক্তার। পরে তাকে টেনে তুলতে গিয়ে ছেলে মোহাম্মদ হোসেনও পানিতে তলিয়ে যায়।

নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সউদ আল নাছের জানান, প্রথমে শিশু দুইটিকে না পাওয়া গেছে পরবর্তীতে জাল ফেলে নদী থেকে তাদের উদ্ধার করা হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন জানান, বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর পানিতে পড়ে ভেসে যায় দুই ভাই-বোন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে জেলেদের জাল দিয়ে নদী থেকে তাদের উদ্ধার করা হয়।