সারা বাংলা

‘মুরুব্বি মুরুব্বি’ বলায় কিশোরীকে ঝলসে দেওয়া সেই বৃদ্ধা গ্রেপ্তার

চট্টগ্রাম আনোয়ারায় ‘মুরুব্বি, মুরুব্বি’ বলায় কিশোরীর শরীর গরম পানিতে ঝলসে দেওয়া অভিযুক্ত বৃদ্ধা সায়েরা খাতুনকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বৃদ্ধাকে গ্রেপ্তারের তথ্য জানান আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনায় থানায় মামলা করেন দগ্ধ কিশোরীর নানা আমির হোসেন।

আরও পড়ুন: ‘মুরুব্বি, মুরুব্বি উঁহু উঁহু’ বলায় কিশোরীকে ঝলসে দেওয়ার অভিযোগ

পুলিশ জানায়, আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে বৃদ্ধা সায়েরা খাতুনকে ‘মুরুব্বি মুরুব্বি’ বলায় পপি আকতার (১৩) নামে এক কিশোরীর শরীরে গরম পানি ঢেলে দেন সায়েরা খাতুন। এ ঘটনায় কিশোরীর গলাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। গুরুতর অবস্থায় কিশোরীকে প্রথমে আনোয়ারা মেডিক্যাল ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমান হাসপাতালের বার্ন ইউনিটে কিশোরীর চিকিৎসা চলছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে সায়েরা খাতুনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।