সারা বাংলা

চট্টগ্রামে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, নিহত ১

চট্টগ্রামের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় একটি ইটভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও সিএনজিকে চাপা দিয়ে ফলের দোকানে ঢুকে পড়েছে। এতে অন্তত একজন নিহত ও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন প্রাথমিকভাবে একজন নিহতের সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইটবোঝাই একটি ট্রাক শাহ আমানত সেতু পার হয়ে সড়কে নামার সময় গোলচত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এই সময় ট্রাকটি সড়কের পাশে থাকা কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল ও ভ্রাম্যমাণ ফল বিক্রেতার দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে থাকা অন্তত ১ জন নিহত ও ১২ জন আহত হন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হাসপাতালে ১৩ জনকে আহত অবস্থায় আনার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।