সারা বাংলা

কটিয়াদীতে সাপের কামড়ে যুবকের মৃত‌্যু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিষধর সাপের কামড়ে আফজাল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল হাসপাতালে তার মৃত্যু হয়।

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুর্শেদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আফজাল হোসেন উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামের মো. মিলন মিয়ার বড় ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার সন্ধ্যার পর আফজাল হোসেন কাজীর বাজারে বসে ছিলেন। এর মধ‌্যে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশের ঝোপে যান। সেখানে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। কিন্তু বিষয়টি খুব একটা আঁচ করতে না পারায় সময় বাড়ার সাথে সাথে তার শরীরে বিষক্রিয়া বাড়তে থাকে। পরে স্থানীয় কবিরাজের চিকিৎসায় তার বাড়িতে ঝাড়ফুঁক করতে থাকেন। একপর্যায়ে শরীরে বিষক্রিয়া খুব বেশি বেড়ে গেলে পরিবারের লোকজন তাকে দ্রুত বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে সেখানে তার মৃত্যু হয়।